এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১১ জুলাই, ২০২০

আমাদের গাঁয়ে শহীদের আমন্ত্রণ। Bangla poems, Bangla kobita



আমাদের গাঁয়ে শহীদের আমন্ত্রণ।

              ( বাবুল   রায়হান)আমাদের গাঁয়ে শহীদের আমন্ত্রণ



আঁকা বাঁকা মেঠো পথে গোরুর গাড়ি চড়ে।
শুভেচ্ছা জানাব সদ্য পদ্মা ফুলে।
ভোরের ঘুম ভাঙ্গাব পাখির কোলাহলে।
শিপ জালে কৈ মাছ ধরে ।



খাওয়াবো সরিষা তেলে ভেজে।
মন খুলে বলবে কথা তৃণ লতার সাথে।
খেয়া ঘাটে সুজন মাঝির গান শুনবে তবে।
রাতে আখের ক্ষেতে শেয়ালের ডাক,
শুনবে নিঝুম মনে।



ভয়ে তুমি মুখ লুকাবে নকশী কাঁথার মাঝে।
তোমাদের চরণ যাবে ,
শিশির ভেজা দুর্বা ঘাসে।
তোমাদের শহরে কি দেখা যায় নীল আকাশে।
চাঁদের আলোয় হাতছানি দেয়।


জোনাক জ্বলে অন্ধকারে আছে কি ভাই।
তারার সাথে বলবে কথা আপনি মনে।
ঝিংগে ফুলের মালা গাঁথে দিবো প্রিয়ার হাতে।
ঘুম পাড়ানী গান শুনবে খোকার মায়ের মুখে।


সরষে ইলিশ খাওয়াবো তোমায় ,গরম ভাতের সাথে।
যদি তুমি আস মোর গায়ে ।
আসন পেতে দিবো তোমায় কদম ফুলের পাতে।
কেয়া পাতার নৌকো চড়ে,


ঘুরবে আমার সাথে ব্রহ্মপুত্র নদে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন