এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১১ জুলাই, ২০২০

Bangla kobita, Bangla poems, শেখ মুজিবুর।


                       শেখ  মুজিবুর
                  ( চতুর্দশপদী কবিতা)

                        বাংলা সনেট  বাবুল  রায়হান

Poem
Bangla Poem


আহা উর্বর মাটিতে করিল বপন।
এই অভিলাষে ,কাননে কুসুম ফলে।
প্রভাতে দু'হাতে ভরি সোনা কাড়ি কাড়ি।
বাঙালি এ জাতি আজ হেসে কুটি কুটি।




ছুটিলো সোনার হরিণ এই প্রত্যয়ে।
জাগো হে বাঙালি আজ নিজ অধিকারে।
অলীক অঙ্গীকারে ভূমিষ্ঠ এক শিশু।
সেতো আর কেউ নয় শেখ মুজিবুর।


এ কোন কাল নাগ বিধল মোর বুকে।
মিছা মিছি নীল করিল সর্বাঙ্গ বিষে।
অকালে ঝড়িলো বাগে আমের মুকুল।
পলকে হারিয়ে গেল সোনা কচি মুখ।



আহা কি যে ব্যাথা কি করে নির্ণয় করি ।
বিনা দোষে পিতৃ হারায় বাঙালি জাতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন