এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৩ মার্চ, ২০২১

উপন্যাস পৌরানিক দুর্ভিক্ষ, Nobel Civic Famine ,

 উপন্যাস পৌরানিক দুর্ভিক্ষ, 

Nobel Civic Famine ,

পার্ট - 11

উপন্যাস পৌরানিক দুর্ভিক্ষ, Nobel Civic Famine ,
উপন্যাস পৌরানিক দুর্ভিক্ষ,

পর দিন সকাল হইলো সবাই আবার ছুটে আসলো আবুলের বাড়ি এলাকার পঞ্চায়েত সাব ও মাতাব্ব গণ এলেন এবং বলেন কিরে গুদু ভাত চুুর করলি ক্যান ছিঃ ছিঃ গিরামে এ্যান মুখ দেখাইমু  কিভায় লোকে আমগেরে ছিঃ ছিঃ করবো । পঞ্চায়েত সাব কইলো শুনো মিয়ারা গুদুর কাছে আগে শুনি দেথি ও কি বলে । তখন উপস্থিত সবাই কইলো এই আকালের সময় ভাত চুরির শক্ত বিচার চাই । পঞ্চায়েত সাহেব দমক দিয়িা বললেন , এই মিয়ারা থামো তোমরা , চুরের কাছে আগে শুনি কি ঘটনা ঘটছিলো । আাচ্ছা গুদু বলতো দেখি কি হয়ছিলো ? গুদু পঞ্চায়েতের পা ধয়রা কইলো মাতাব্বর সাব আমারে বাঁচান আমি গরীব অসহায় একমাত্র জনম দুঃখি মা ছাড়া আমরে আর কেউ নাই । পঞ্চায়েত সাব বললো আরে পা ছাড় কি হয়েছে খুলে কয় তারপর দেখি কি করা যায়। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন